মোঃ জাফর আলী:: গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত গাছা জোনের সকল কাউন্সিলর এবং টঙ্গী জোনের ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের সকল কাউন্সিলরদের গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৪ নভেম্বর ) রাতে গাছায় গাজী বাড়ী ফাউন্ডশেনের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গাজীবাড়ী ফাউন্ডেশন আলহাজ্ব গাজী আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি নব-নির্বাচিত কাউন্সিলরদের সম্মাননা ক্রেজ প্রদান করেন। স্বাগত বক্তব্য রাখেন মোঃ রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, কাউন্সিলর ৩৭নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, আগের যে কোন সময়ের চেয়ে আওয়ামী লীগ সরকার উন্নয়নকে মূলশক্তিতে পরিনত করেছে। শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সমান তালে উন্নয়ন হচ্ছে। সেই ধারাবাহিকতায় গাজীপুরের জনগণ যোগ্য কাউন্সিলর নির্বাচিত করেছেন। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকাকে বিজয় করতে জনগনের নিকট বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার জন্য সবাইকে ভোট চাইতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ মহি, সভাপতি গাছা থানা আওয়ামী লীগ, মো শহিদ উল্লাহ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগ, মোঃ মাকসুদুর রহমান, মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ হাজী আদম আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন সরকার ও গাছা থানা নবাগত অফিসার্স ইনচার্জ মো শাহআলম, নবাগত অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত, টঈী পশ্চিম থানা।