December 10, 2023, 12:37 pm

গাজীপুরে শিশু হত্যার প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, November 19, 2023
  • 13 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ছয় বছরের শিশু বায়েজিদ হোসেন হত্যার প্রধান আসামি আরিফুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর ) দুপুরে টঙ্গীর বিসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি আরিফুল পাবনার সুজানগরের ভাতশালা এলাকার তফিজ উদ্দিনের ছেলে। নিহত শিশু গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার খালেদ মাহমুদ রাসেলের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জামিউল হাসান সুমন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বাসা থেকে ১১ নভেম্বর বায়েজিদ নিখোঁজ হয়। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ওই বাসার সিঁড়ির কোণায় লুকিয়ে রেখে পালিয়ে যায় আরিফুল। ১৩ নভেম্বর পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে একই বাড়ির ভাড়াটিয়া আরিফুল পালাতক ছিল। তথ্য-প্রযুক্তির মাধ্যমে শনিবার দুপুরে টঙ্গী বিসিক এলাকা থেকে আরিফুলকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, রাগের মাথায় আরিফুল শ্বাসরোধ করে শিশু বায়েজিদকে হত্যা করে। পরে মরদেহ ওই বাসার সিঁড়িতে ফেলে তিনি পালিয়ে যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর