September 24, 2023, 2:14 pm

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Sunday, September 17, 2023
  • 21 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় টি আর জেড নামক পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

শ্রমিকরা জানান, গত জুলাই মাসের ১৫ দিনের বেতন বকেয়া রয়েছে। গত আগস্ট মাসের বেতন এখনো দেয়নি। এমনকি গত ঈদের সময় কিছু শ্রমিকের বকেয়া টাকা পাওনা রয়েছে। শনিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন না দিলে শ্রমিকরা চলে যায়। পরে আজ রোববার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে।

শ্রমিক নেতা আজিজুল ইসলাম বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য শনিবার মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু তারা বেতন পরিশোধ করতে পারেনি। তাই রোববার শ্রমিকরা ফের বিক্ষোভ করছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক জহিরুল হক বলেন, শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের জন্য গতকাল থেকে বিক্ষোভ করছে। আমরা এখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তারা বলেছে, শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ করবে। শেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর দেড়টা)  শ্রমিকদের বেতন প্রদানের বিষয়টি নিয়ে পুলিশের মধ্যস্থতায় কারখানায় আলোচনা চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর