December 10, 2023, 1:32 pm

গাজীপুরে নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের ৯ কর্মী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Monday, November 20, 2023
  • 5 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের বাসন থানার তেলিপাড়া এলাকা থেকে জামায়াত-শিবিরের ৯ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৭টায় মহানগরের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হরতাল ঘিরে নাশকতার করার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে-গাজীপুর মহানগরের বাসন থানার যোগীতলা গ্রামের মো. আবুল হাসেমের ছেলে মো. মারুফ আহমেদ (১৮), একই থানার পূর্ব চান্দরা গ্রামের মো. শাহাজাহনের ছেলে মো. রিফাত হোসেন (১৮), মহানগরের সদর থানার সামন্তপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. রাশেদুল ইসলাম (২৩), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার কায়েতপাড়া গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (১৫), ব্রাহ্মনবাড়িয়া জেলা নবীনগর থানার শাহবাজপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. ইমাম হোসাইন (১৭), গাজীপুর মহানগরের ভোগড়া জুম্মাপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. জোবায়ের (১৯), ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার দক্ষিণ কৈইখালী গ্রামের মো. শাহজালালের ছেলে জামিল উদ্দিন রিফাত (১৮), গাইবান্দা জেলার সাঘাটা থানার শ্যামপুর গ্রামের আ: মাবুদের ছেলে মো. মাজদার রহমান (৩৫) ও খুলনা জেলার পাইকগাছা থানার শ্রীকষ্ঠপুর গ্রামের শামসুর রহমানের ছেলে মো. রহমত আলী (৩৩)।
গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ায় ফারিশতা রেস্টুরেন্টের সামনে বিএনপি-জামায়েতের হরতাল ঘিরে নাশকতা করার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। তাদের নামে নাশকতার মামলা দায়েরের পর গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তারা সকলেই জামায়াত-শিবিরের কর্মী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর