September 30, 2023, 10:07 pm

গাজীপুরে কোটি টাকার ক্রিস্টাল মেথ আইসসহ দুইজন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, September 17, 2023
  • 16 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে ক্রিস্টাল মেথ বা ‘আইস’ নামক মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। আজ রবিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ কামাল হোসেন।গ্রেফতার ব্যক্তিরা হলেন, গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার বাউপাড়া এলাকার মৃত বাদল খানের ছেলে মো. সোহাগ খান (২৮) ও টেক কাথোরা এলাকার মৃত কুরবান আলীর ছেলে মো. মোশারফ (৪৪)।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন বলেন, শনিবার বিকেলে টেক কাথোরা (বাঁশবাড়ী) এলাকায় আইস কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) এর একটি দল  অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে মাদক ব্যবসায়ী সোহাগ ও মোশাররফকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে এক কোটি টাকা মূল্যের ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা উদ্ধারকৃত ক্ষুদ্র ক্ষুদ্র চিনি সদৃশ মিথাইল অ্যাম্ফিটামিন যুক্ত মাদকদ্রব্য আইস, চোরাচালান চক্রের মাধ্যমে কিনে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। মাদক দ্রব্যটি চোরাচালান চক্রের সহায়তায় কক্সবাজারের টেকনাফ ও উখিয়া এলাকা থেকে সংগ্রহ করে নিয়া আসে বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হচ্ছে। এছাড়া চক্রের অপর সদস্যের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর