December 10, 2023, 1:08 pm

গাজীপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

Reporter Name
  • আপডেট Saturday, May 6, 2023
  • 170 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে চার হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিবি, মিডিয়া) মো: ইব্রাহিম খান প্রেস ব্রিফিংয়ের এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে জিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি, উত্তর) মুহাম্মদ কামাল হোসেন, সহকারী কমিশনার (এসি ডিবি) মো: আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজার জেলার টেকনাফ থানার উত্তর লেঙ্গুরবিল গ্রামের মৃত মাহামুদ সালামের ছেলে মো: ইমরান (২৫) ও একই জেলার মিঠাপানির ছড়া গ্রামের আব্দুল হক সওদাগরের ছেলে মো. হুমায়ুন কবির (১৯)।

জিএমপির উপ-পুলিশ কমিশনার মো. ইব্রাহিম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাসন থানাধীন চালনা চৌরাস্তার সড়ক ভবনের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় সেখান থেকে ইমরান ও হুমায়ূন কবিরকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে চার হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন শহরে সরবরাহ করে আসছে। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর