কারাগারে আটক আলেমদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন কওমি মাদরাসার শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১২ মে) জাতীয় প্রেস ক্লাবে সামনে ‘আমরা শিক্ষকদের কাছে হাদিস পড়তে চাই’ লেখাসম্বলিত ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে কওমি মাদরাসার বিভিন্ন বই ছিল।
মানববন্ধনের আহ্বায়ক মুহাম্মাদ দিদারুল ইসলাম বলেন, ইসলামী পাঠ্যক্রমে সনদের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে আমাদের প্রিয় শিক্ষকদের দুই বছর ধরে বন্দি রাখায় আমরা সনদ থেকে বঞ্চিত হচ্ছি। মাওলানা মুহাম্মদ মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা হারুন ইজহার, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ দেশবরেণ্য শিক্ষাবিদদের বন্দি রেখে আমাদের নির্বিঘ্নে পড়ালেখার অধিকার হরণ করা হয়েছে। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই।