December 2, 2023, 11:10 am

আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলা

Reporter Name
  • আপডেট Wednesday, April 5, 2023
  • 156 জন দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক :: রমজান মাসে আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিজার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (৫ এপ্রিল) ভোরের আগে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের আধাঁরে হওয়া এই হামলায় ৭জন আহত হয়েছেন। তবে ইসরাইলি পুলিশ দাবি করেছে, তারা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দাঙ্গার জবাব দিয়েছে। মুখোশধারী আন্দোলনকারীরা আতশবাজি, লাঠি এবং পাথর নিয়ে মসজিদের ভেতরে অবস্থান নেওয়ায় মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করে তারা। মসজিদ প্রাঙ্গণে পুলিশ প্রবেশ করার পর তাদের দিকে পাথর ছুড়ে মারা হয়। এতে একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরাইলি পুলিশের হামলার এই ঘটনাটি অধিকৃত পশ্চিম তীরজুড়ে ক্ষোভ বিরাজ করছে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এই ঘটনার জেরে গাজা থেকে ইসরায়েলের দিকে ৯টি রকেট নিক্ষেপ করা হয়েছে। যার মধ্যে অন্তত ৪টি ধ্বংস করা হয়েছে এবং আরো ৪টি খোলা জায়গায় পড়েছে। সর্বশেষ কয়েকদিন আগে আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করে ইসরাইলি পুলিশ। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর