ক্রীড়া ডেস্ক :: আগামীকাল বৃহস্পতিবার রাজশাহীতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান যুবাদের মধ্যকার তিন ম্যাচজ সিরিজের ওয়ানডে সিরিজ। রাজশাহীর শহীদ এ এইচ এম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মে।
এ ছাড়া আগামী ১৭ মে একই মাঠে দ্বিপক্ষীয় এ সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভাগীয় স্টেডিয়ামের সভাকক্ষে বুধবার (১০ মে) সকাল ১১টায় প্রেস ব্রিফিং করেন পাকিস্তান ও বাংলাদেশের অধিনায়ক ও কোচ। তারা হলেন- বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক রাকিবুল হাসান ও কোচ স্টুয়ার্ট ল, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সাদ বেগ এবং কোচ ইজাজ আহমেদ।
শুরুতে প্রেস ব্রিফিংয়ে আসেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক, কোচ ও টিম ম্যানেজার। তারা বলেন, বাংলাদেশ দল এখন অনেক শক্তিশালী। তারা ভালো খেলছে। তাদের পরাজিত করতে হলে ভালোভাবেই খেলে পরাজিত করতে হবে। এরপর প্রেস ব্রিফিংয়ে আসেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ও কোচ।
তারা আরও বলেন, পাকিস্তান দলে বেশির ভাগ বাঁহাতি ব্যাটসম্যান। এ জন্য আমাদের দলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যেসব দুর্বলতা ছিল তা সংশোধনের চেষ্টা করা হয়েছে। তারপরও পাকিস্তান যেহেতু খুবই শক্তিশালী একটা দল, সেহেতু আমাদের খেলেই জিততে হবে।