April 24, 2024, 2:35 pm

আইসিসির ‘স্বীকৃতি’র স্মারক হাতে পেলেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক ::
  • আপডেট Monday, May 22, 2023
  • 123 জন দেখেছে

২০২২ সাল জুড়ে ওয়ানডে ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যে কারণে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ঠাঁই পেয়েছিলেন বাংলাদেশের এই উদীয়মান অলরাউন্ডার। অবশেষে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে থাকার স্বীকৃতির স্মারক হাতে পেলেন মিরাজ। আজ নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে আইসিসির পক্ষ থেকে পাঠানো সেই স্মারক হাতে নিয়ে তোলা ছবি পোস্ট করলেন তিনি। ফেসবুকে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে মিরাজ লিখেছেন, ‘আইসিসিকে ধন্যবাদ, ২০২২ সালে আমার পারফরম্যান্সকে স্বীকৃতি দেয়ার জন্য।’

মেহেদী হাসান মিরাজের সঙ্গে ২০২২ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন, বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, মেহেদি হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা। ২০২২ সালে ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন মিরাজ। এই ১৫ ম্যাচে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নিয়েছেন তিনি। একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিসহ ৬৬ গড়ে করেছেন ৩৩০ রানও। ব্যাটে-বলে দুর্দান্ত একটি বছর কাটানোর স্বীকৃতিই পেলেন মিরাজ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর